সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে চোরাইপথে আসা
৬শ’
কেজি
চিনিসহ
ওসমান
গণি
নামে
একজন
চোরাকাবারীকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
তিনি
পানছড়ি
উপজেলার হাছান
নগর
এলাকার
বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের স্বনির্ভর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ চিনি আনা ও বহন করার দায়ে ওসমান গনিকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে চোরচালানের সাথে জড়িত থাকা কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় রাতেই সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরের পর আদালতে পাঠানো হয় ওসমান গনিকে।
সদর
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আরিফুর
রহমান
ঘটনার
সত্যতা
নিশ্চিত করে
জানান,
অভিযানের গ্রেপ্তার হওয়া
ব্যক্তির তথ্য
মতে
৬শ’
কেজি
চিনি,
একটি
তিন
চাকার
টমটম,
বিসমিল্লাহ স্টোর
সম্বলিত একটি
কাগজ
ভিজিটিং কার্ড
উদ্ধার
করা
হয়।
মামলায়
আটক
ওসমান
গনিসহ
আরোও
কয়েকজনের নাম
উল্লেখ
করা
হয়েছে।
তাদের
পলাতক
দেখানো
হয়েছে।
বিষয়টি
তদন্ত
করে
পরবর্তী আইনি
পদক্ষেপ গ্রহণের কথা
জানিয়েছেন ওসি।