রাইখালীতে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা

প্রকাশঃ ২০ মে, ২০২৩ ০১:৩২:৪৭ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৩:৪৭

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি) রাঙামাটির  কাপ্তাই উপজেলার নং রাইখালী ইউনিয়নের নং ওয়ার্ড  এর রিফিউজি পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবক তাঁর নিজ ঘরে সিলিং ফ্যান এর সাথে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে


শুক্রবার (১৯ মে) সকাল টায় এই ঘটনা ঘটে  বলে জানান নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা


আত্মহননকারী  মোঃ তৈয়ব আলী(২৩) এলাকার   মৃত মোঃ শরীফ আলীর ছেলে মৃত ব্যক্তি জীপ গাড়ীর চালক ছিলেন বলে ইউপি চেয়ারম্যান জানান


এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন


থানার ওসি শফিউল আজম বাবু জানান  মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল কখন সেই বাসায় ফিরতো কেউ জানে না  যার ফলে সেই সবসময় আনমনা থাকতো


ময়না তদন্তের জন্য লাশ  রাঙামাটি জেনারেল হাসপাতালে  প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান