খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকানপাট

প্রকাশঃ ১৭ মে, ২০২৩ ১১:০৭:০৮ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০১:৪৯:৪৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে অর্ধ শতাধিক দোকানপাট। গতরাত টার দিকে দীঘিনালার বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেনাবাহিনীসহ স্থানীয়দের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। 

 

ব্যবসায়ীরা বলছেন, রাত একটার দিকে পর পর দুইটা শব্দ শোনা যায়। এরপর আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে গিয়ে পানির সংকট দেখা দেয়। পরে খাগড়াছড়ি সদরের আরেকটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে থাই এ্যালমোনিয়াম গ্লাস, মুদিমাল, চায়ের দোকান, খাবারের হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ব্যবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মধ্যরাত হওয়ায় কোন ব্যবসায়ী দোকানের মালামাল বের করতে পারেনি। 

 

বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে উপজেলা নির্বাহী অফিসারের দফতরে জমা দেয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে