এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর যৌথ বার্ষিক পালাবদল অনুষ্ঠান

প্রকাশঃ ১৪ মে, ২০২৩ ০৪:৩৪:৪৫ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:২৫:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর যৌথ বার্ষিক পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকালে বান্দরবানের হিলভিউ কনভেনশন এর সভা কক্ষে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব নীলাচল, এপেক্স ক্লাব অব সাঙ্গু এর এই যৌথ বার্ষিক পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সমাজসেবক কাজল কান্তি দাশ।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, এপেক্সিয়ান হাবিবুর রহমান, এপেক্সিয়ান কামাল পাশা, এপেক্সিয়ান মুজিবুর রশিদ, এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর হোসেন, এপেক্সিয়ান মো.নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্সিয়ান এম সাইম টিপু, ডিজি থ্রি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, এপেক্স ক্লাব অব বান্দরবান এর নতুন কমিটির প্রেসিডেন্ট দিলীপ কুমার বড়ুয়া, এপেক্স ক্লাব অব নীলাচল এর নতুন কমিটির প্রেসিডেন্ট মা নিং নিং,  এপেক্স ক্লাব অব সাঙ্গু এর নতুন কমিটির প্রেসিডেন্ট পুরু কান্তি তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য এপেক্সিয়ানরা।

এসময় এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব নীলাচল, এপেক্স ক্লাব অব সাঙ্গু এর পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটিকে এক বছরের জন্য কাজ করার অনুমতি দিয়ে শপথ বাক্য পাঠ করান এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের ডিজি থ্রি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া।

প্রসঙ্গত : ২০০৮ সাল থেকে পার্বত্য জেলা বান্দরবানে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর উদ্যাগে এপেক্স ক্লাব অব বান্দরবান,এপেক্স ক্লাব অব নীলাচল,এপেক্স ক্লাব অব সাঙ্গু এর সৃষ্টি হয় আর তারই প্রেক্ষিতে বান্দরবানের অসংখ্য সমাজসেবক বিভিন্ন কমিটিতে অন্তভুক্ত হয়ে বান্দরবানের জনগণের উন্নয়নে বিভিন্ন সমাজ উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে।