প্রকাশঃ ০১ অক্টোবর, ২০১৮ ১২:১৯:১৪
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৪:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ বেলাল উদ্দিন ।
তিনি কাউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে তার সৎ ও যোগ্য নেতৃত্বের দ্বারা শিক্ষা ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষররেখে চলেছেন।
তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙামাটি কাউখালী উপজেলায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হওয়ায় কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষথেকে মোঃ বেলাল উদ্দিনকে অভিনন্দন জ্ঞাপন করেছেন কাউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বলেন- মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। সকলের দোয়ায় যেন আগামিতে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে আমার।