নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০১৮ ০৬:৪২:৩৫ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪:৩৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সদর সেনা জোন। আজ রোববার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জোনের বাগান বিলাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক  লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে নানা প্রতিকুলতার মাঝে শিক্ষার্থীরা এই অর্জন অত্যান্ত কঠিন। এসব শিক্ষার্থীদের সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় জোনের এই প্রচেষ্টা বলে উল্লেখ করেন জোন কমান্ডার।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাকসুদুল আলম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান প্রমুখ বক্তৃতা করেন।

এছাড়াও চট্টগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র জেলা শহরের আরামবাগ এলাকার মো. মাহমুদুর রহমানের পড়ালেখার সকল দায়িত্বভার নিয়ে জোনের পক্ষ থেকে তাকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে প্রদান করছে।