প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৩ ০৯:৪১:২০
| আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৬:২০:১১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ফুল বিঝুর মধ্যে দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসবের আনুষ্ঠানিকতা। বুধবার ভোরে সূর্যোদয়ের পর চেঙ্গী ও মাইনী নদীসহ আশপাশের জলাধারে গঙ্গাদেবীর প্রার্থনায় মেতে উঠেন নানা বয়সীরা। হরেক রকম ফুল কলাপাতায় কিংবা ঢালায় করে নদীর পাড়ে রেখে গঙ্গাদেবীর কাছে পুরাতন বছরের দুঃখ গ্লানী মুছে নতুন বছরের জন্য সমৃদ্ধি কামনা করেন। অনেকে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রার্থনাও করে থাকেন।
গঙ্গাদেবীর কাছে প্রার্থনা শেষে নদীতে জলকেলী ও ফটোসেশনে মেতে উঠেন দর্শণার্থীরা। চাকমা সম্প্রদায়ের পাশাপাশি ফুল বিঝুর আনুষ্ঠানিকতা উপভোগ করতে ধর্ম, বর্ণ নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অন্যান্য বছর বিঝু উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়লেও এবার রমজানের কারণে তা দেখা যাচ্ছে না। আগামীকাল মূল বিঝু পালন করবে চাকমা সম্প্রদায়। পরের দিন গজ্জাপজ্জা দিয়ে শেষ হবে চাকমাদের বিঝুর আনুষ্ঠানিকতা। আর ১৪ এপ্রিল শুরু হবে মারমাদের সাংগ্রাং উৎসব ও ত্রিপুরাদের বৈসু উৎসব। যা চলবে সপ্তাহ জুড়ে।