রাঙামাটিতে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৩ ০৪:৪৭:২৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৪৩:২৯
ষ্টাফ রিপোর্টার. রাঙামাটি। রাঙামাটিতে “জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস পেগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্যাক্টস” প্রকল্পের অবহিতকরন সভা বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

এসময় ব্র্যাকের শিক্ষা বিভাগের কর্মকতৃা মো: সাখাওয়াতুল ইসলাম, শহীদ উজ জামান, ব্রাকের জেলা কো অর্ডিনেটর হাবিবুর রহমান, ব্র্যাকের শিক্ষা বিষয়ক এরিয়া ম্যানেজার পুষ্পিতা চাকমা, অসীম কর্মকার, আয়ুব হোসেন. যুব কো অর্ডিনেটর উহ হ্লি মারমাসহ কর্মকর্তারা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা  উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ব্রাক সমতলে পাহাড়ে নারীদের ক্ষমতায়নের বিষয়ে নানা কাজ করে যাচ্ছে।  বিশেষ করে  “জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস পেগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্যাক্টস” শিক্ষা কর্মসুচীর আওতায় ঝড়ে পড়া রোধ, নারীর ক্ষমতায়ন , যৌণ হয়রাণি বন্ধ, জেন্ডার ব্যালেন্স ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের ঝড়ে রোধে বাংলা ভাষায় প্িরশক্ষণ দেয়া হচ্ছে।

সভায় আরো জানানো হয়, ব্রাকের শিক্ষা কর্মসুচীর আওতায় বান্দরবান ও রাঙামাটিতে ১০০টি প্রাথমিক বিদ্যালয় ৫০টি মাধ্যমিক স্কুলকে এই কর্মসুচীর আওতায় আনা হয়েছে। রাঙামাটি সদরের ১৭ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়।