বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৩ ০৪:৩৯:৪৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৫:৩০
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এই স্লোগানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ রাঙামাটি এর যৌথ উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে রাঙামাটি বিআরটিএ  কার্যালয়ে বেলুন ও ফিতা কেটে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় আরোও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সরোওয়ার মোহাম্মদ পারভেজ, বিআরটিএ রাঙামাটি সার্কেল সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক কে. মো. সাল্লাহ উদ্দিন এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ  সলিম উল্ল্যাহ সহ বিআরটিএ রাঙামাটি সার্কেল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।