রোয়াংছড়ি সেনা হত্যার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৩ ০৪:৩৫:২২ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৩:৪৩:৩৯

সিএইচটি টুডে ডট কম ডেস্ক।  গত ১২ মার্চ দেশমাতৃকার জন্য মানবিক সহযোগিতার কল্পে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প পাহাড়ীদের চিকিৎসা দিতে যাওয়ার সময় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন শহীদ হন বান্দরবান জেলার রোয়াংছড়িতে এই ঘটনা ঘটে যার প্রতিবাদে অদ্য ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর  সাড়ে ১২ টায়  ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে  সেনাবাহিনীর  মাস্টার ওয়ারেন্ট অফিসার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ঢাকা মহানগর শাখা


আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না এই স্লোগানে মানববন্ধন শুরু করা হয়

 

এসময় উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান মনির,  কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহম্মেদ রাজু, ঢাকা মহানগর সভাপতি আব্দুল হামিদ রানা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান,  সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাজান সাজু  প্রমূখ