খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ঠোঁট, তালু কাটা ও পোড়া রোগীদের চিকিৎসা সেবা

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৩ ০৪:৫৯:৩৩ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১২:৩২:৪৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ঠোঁট তালু কাটা এবং পোড়া রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সিভিল সার্জন অফিস ক্লেফট বাংলাদেশের সহযোগীতায় ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়


খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ কার্যক্রমের উদ্বোধন করেন


আয়োজকরা বলেন, ২৫ জন ঠোঁট তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে যাদের অপারেশন প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে আগামীতেও ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়


চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল হক, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের ক্লেফট বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ মাজহারুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন