খাগড়াছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

প্রকাশঃ ০৮ মার্চ, ২০২৩ ০৩:২৮:৩৫ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০২:২১:২৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নিচে পড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালার কবাখালী অংশে দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

ব্রীজ ভেঙ্গে যাওয়ায় দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকলেও দীঘিনালা থানা বাজারের বিকল্প সেতু দিয়ে যাত্রীবাহী ছোট পরিবহন চলাচল করছে। এতে সরু সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি দুই পারের মানুষের। 

 

জানা যায়, সীমান্ত সড়কের কাজে পাথর নেয়ার সময় দীঘিনালার মাইনী বেইলী ব্রীজ পার হওয়ার সময় পাটাতন ভেঙ্গে দুর্ঘটনা ঘটে। বেইলী ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময় এটি মেরামত করে ব্যবহার করা হচ্ছে। পাচ টনের অধিক ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও কাঠ, পাথর ইট বোঝাই ট্রাক পারাপার হয় সেতুতে। ২০১৭ সালে কাঠ বোঝাই ট্রাক পার হতে গিয়ে এর আগে আরেক বার ভেঙ্গে যায় সেতুটি 

 

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত সড়কটি সেনাবাহিনীর ইসিবি কোর দেখা শোনা করে। যদি সেনাবাহিনী থেকে সওজ' কাজে কারিগরি কোন সহযোগিতা লাগে তাহলে দেয়া হবে। 

 

ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে গেল ১১ জানুয়ারী সংবাদ প্রচারিত হয় চ্যানেল টোয়েন্টিফোরে