রেইছা থলিপাড়া সইত বৌদ্ধ বিহারে পালিত হয়েছে মধু পুর্ণিমা

প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:০৬:৫১ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৫:২১:৩৯
সুজন মারমা সুজন, সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবানে- রেইছা থলি পাড়া সইত বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব শুভ মধু পুর্নিমা।
মধু পুর্নিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এদিনটি বৌদ্ধ ধর্মীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ন দিন। বৌদ্ধদের কাছে স্মরনীয় ও আনন্দমুখর ও পুষ্পময় দিন মধু পূর্নিমা।
দিনটি উপলক্ষ্য বৌদ্ধ সম্প্রদায় ভিক্ষু সংঘের উদ্দেশ্য ছোয়াইং দান, বুদ্ধপুজা, শীলগ্রহন, সংঘদান, মধু দান, পানীয়দান, ভেষজদান, ফলমুলদান,প্রদীপ প্রজ্জলন, ভিক্ষুসংঘকে পিন্ডদানসহ মধু পূর্নিমাকে কেন্দ্র করে দিন ব্যাপী নানান কর্মসুচী পালন করা হয়েছে।
মধু পূর্নিমা উপলক্ষ্যে আয়োজিত ধর্মদেশনা ও আলোচনা সভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি বৌদ্ধ অনাথালয়ের বিহার অধ্যক্ষ ভদন্ত উ সু ন্দ্রা মহাথের, সভাপতিত্ব করেন রেইছা সইত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ উইনাসারা মহাথের, অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনয়দুশ্য মহাথের।
সদ্ধর্ম মহাথেরগণ  ধর্মীয় আলোচনা সভায় দেশ ও জাতির সকল জাতির সুখ ও শান্তি কামনা করে প্রার্থণা করেন।


সুজন মারমা সুজন, একজন নিয়মিত পাঠক, সিএইচটি টুডে ডট কম