খাগড়াছড়িতে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৯:৫৭ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৪:৪২:৩৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের উর্ধ্বমুখী মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

যুব অধিকার পরিষদ খাগড়াছড়ি শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব থোয়াই চিং মং চাক, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি ও বিদ্যুৎ, গ্যাসের চার্জ বৃদ্ধির প্রতিবাদ জানান। সরকার দলীয় ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের লাগামহীন দুর্নীতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মাঝে আনার দাবি জানানো হয়।