রাঙামাটি প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ ০৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:২৪:৪৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০১:১৫:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা” এই শ্লোগানে  রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে রাঙামাটি প্রেসক্লাবে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে ও আরো বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,  সাধারন সম্পাদক আনোয়ার আল হক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, ও  কার্যকরি কমিটির সদস্য  সৈয়দ মাহবুব আহমদ।
অনুষ্ঠাপন পরিচালনা করেন ক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাঈনউদ্দিন বাপ্পী।

এসময় বক্তারা বলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবারই প্রথম, ক্রীড়ার মাধ্যমে মানসিক, শাররীক প্রশান্তির পাশাপাশি নিজেদের মধ্যে আত্নিক সর্ম্পক বৃদ্ধি করে। গণমাধ্যমকর্মীরা ব্যস্ততার কারণে বিনোদন বা নিজেদের জন্য সময় ব্যয় করতে পারে না, প্রেসক্লাবের এই আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারবেন।

সীমিত পরিসরে সহকর্মীরা দাবা ও কেরাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।