সিএইচটি
টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মিলনপুর বনবিহারে
এক দিন ব্যাপি মহা পুর্ণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) মিলন
বনবিহার প্রাঙ্গনে হাজারো পূর্নাথীর অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিক্ষু সংঘের জন্য ক্রয় কৃত গাড়ী দান, অষ্টাবিংশ বুদ্ধ পুজা, সীবলীপুজা, উপগুপ্ত ভান্তে পুজা, পুজ্য বন ভান্তের পরিনির্বাণ দিবস এবং সাম্মাদিটঠি ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মহাপুর্ণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, সংঘদান ও বুদ্ধমূর্তি দান সহ নানাবিধ দান করা হয়। এছাড়াও উপস্থিত ভিক্ষুসংঘের কাছ থেকে ধর্মীয় দেশনা শ্রবণ সহ সর্বজীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই মহতি পূর্ণানুষ্ঠানে রাঙ্গামাটি রাজবনবিহারে অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো পূর্নাথীগণ উপস্থিত ছিলেন।