আল আমিন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৩ ০৫:৪৯:০০ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৮:১৭:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে আল আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার গর্ভণিং বডির সভাপতি এডভোকেট মোখতার আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরৗ। এসময় রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার, রাঙামাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হকসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, স্মাট বাংলাদেশ গড়তে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করছে। আরবী শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। অনেকে মাদ্রাসা শিক্ষাকে জঙ্গীবাদ বানাতে চায়, ইসলামে জঙ্গীবাদের কোন ঠাই নেই।

বক্তারা আরো বলেন, মাদ্রাসার শিক্ষার ব্যাপারে সরকার খুব আন্তরিক।  বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে চার তলা বিশিষ্ট ২ হাজার নতুন মাদ্রাসা ভবন নির্মাণ, মাদ্রাসায় বেতন বৈষম্য দুরীকরণ , নির্বাচিত মাদ্রাসায় অনার্স কোর্স চালু এবং ফাজিলকে ডিগ্রী আর কামিলকে মাষ্টার্স সম মর্যাদা দিয়েছে বর্তমান সরকার।

আলোচনা সভা শেষে বার্ষিক পুরুস্কার বিতরণ, আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র ছাত্রীদের ছবকদান অনুষ্ঠিত হয়।