প্রিয় শৈশব

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৭:২০ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০১:১৮:৫০
জীবনের সব চেয়ে মধুর সময় আমাদের শৈশব। শৈশব মানেই প্রাণ খুলে হাসি, শৈশব মানেই প্রাণের উচ্ছ্বাস। শৈশব মানে হাজারো পাগলামি। খুব ভোরে মায়ের চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে লুটোপুটি, সময়ের তোয়াক্কা  না করে বিভিন্ন খেলাধুলায় মগ্ন থাকা, বিকেলে মাঠে ঘাঠে কিংবা বন বাদরে বন্ধুদের সাথে বিবাদ আরও কত কিছুই এই শৈশবকে স্পর্শ করে। এমনি এক শৈশবের মূহুুর্ত ক্যামরা বন্দি হয় বাংলাদেশের সর্ববৃহৎ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক এলাকায় বেড়ে উঠা পাহাড়ী কিশোরটির। সে তার ছোট ভাইকে নিয়ে জীবনের শৈশবের আনন্দ উপভোগের নতুন উপায় হিসেবে বেছে নিয়েছে পরিবারের জুমের ধান সংগ্রহের ঝুঁড়িকে।

ছবি ও প্রতিবেদন - লিটন শীল। ২৯ জানুয়ারি ২০২৩ইং