খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে খুন, গ্রেপ্তার ২

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৩ ০৭:০০:০৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৮:৩৫:৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে বোনের স্বামীকে খুনের ঘটনায় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত দুইজন। বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার নাইমুল হক।

পুলিশ সুপার আরও জানান, ভিকটিম দীপক ঘোষের সাথে দীর্ঘ দিন ধরে আসামী সাগর ত্রিপুরার বোনের পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের জেরে আসামী সাগর ত্রিপুরা বন্ধুদের নিয়ে দুলাভাই দীপককে পিটিয়ে খুন করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সাগর ত্রিপুরা ও আকাশ নন্দী নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালেত প্রেরণ করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।  

গেল সোমবার রাতে রামগড়ের শশ্মান টিলা এলাকায় নিজ বাড়ির সামনে ক্রিকেট খেলার ব্যাট, স্টিলের পাইপ ও লাঠিসোঠা দিয়ে হামলা চালায় দীপকের স্ত্রীর ছোট ভাই সাগর ও তার সহযোগীরা। আহতাবস্থায় মঙ্গলবার সকালে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।