বর্তমান সরকারের আমলে সকল মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে আসছেন : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৩ ০৯:২৫:০৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১০:২০:৩৮

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই পার্বত্যঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে আসছেন


তিনি রবিবার (২২ জানুয়ারীবিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালী মন্দির এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন


তিনি আরোও বলেন, জয়কালী  মন্দিরের উন্নয়ন সহ সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সংস্কার সহ নানাবিধ উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাশে ছিল এবং পাশে থাকবে


মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধরের সভাপতিত্বে এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  ধর্মীয় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান,   কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক অজয় সেন ধনা 

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু


অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্দিরে সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর


এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়