বাঘাইছড়িতে সর্পদংশন বিষয়ে সচেতনতা দিবস পালিত

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:২৫:২১ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ১০:৫৬:০৬
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়ি উপজেলায় "প্রথম আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-১৮" পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনাসভা  সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ বিষ্ণু পদ দেবনাথ।
সভায় বক্তারা বাড়ীর আশ পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ  বিষাক্ত সাপ যেন কামড় না দেয় সেই বিষয়ে সর্তক থাকার আহবান জানান।