লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন  

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৩ ০৭:২১:০৮ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১০:৫২:৩৮

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 

বুধবার ( জানুয়ারি) সকাল ১০টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে

 

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ খান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক

 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল দাশ বাবু এবং বিশেষ বক্তা হিসেবে লংগদু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ্ মোঃ নজরুল ইসলাম তোফায়েল আহমেদ বাবুল উপস্থিত ছিলেন

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম অপু

 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম, মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, লংগদু ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সহ সভাপতি আব্দুল আলী সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, কলেজ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী

 

আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিগণ সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মাননা স্মারক বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি  প্রদান করেন এবং কেক কাটেন

 

সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়

 

লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়