উন্নয়ন ততক্ষণ আসবে না, যতক্ষণ অবৈধ অস্ত্র থাকবে : খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৯:০১ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:১৪:৩৮
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)।  রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম বাজারে সিনিয়র'স ক্লাব নামে একটি ক্লাব ঘরের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এন,এস,ডব্লিউ,সি,  পি,এস,সি।  

ক্লাবটি শুভ উদ্বোধন করেন  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এন,এস,ডব্লিউ, সি, পি,এসসি  এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্লাবটি সামাজিক নানা বিষয়ে কাজে আসবে, ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে সাজেক উন্নয়নে আরেক ধাপ  এগিয়ে গেলো। 

এসময় তিনি আরো বলেন, পার্বত্য চট্রগ্রামে উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে অবৈধ অস্ত্রের ভয়,  তাই ভয় ভীতি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে।  উন্নয়ন ততক্ষণ আসবে না যতক্ষণ অবৈধ অস্ত্র থাকবে। তাই অবৈধ অস্ত্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে।