রাঙামাটিতে মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২২ ০৯:০৯:১৪ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৪০:৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে ২৯ নভেম্বর স্বীকৃতি প্রদানের ৩ বৎসর পূতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া।

সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি সুনিল চাকমা।

উপস্থিত ছিলেন- জেলার আহ্বায়ক কমিটির সদস্য- মো. ইসহাক, রতন দাশ, কাজল বড়–য়া, শান্তি নাথ, আব্দুল মোনাফ, পৌর শাখার সভাপতি মো. জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু বড়–য়াসহ মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা- আওয়ামী মৎস্যজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর পাশাপাশি দীপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ২৯৯নং আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সংগঠনকে শক্তিশালী করাসহ সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভার পর স্বীকৃতি প্রদানের ৩য় বর্ষ পূর্তিতে কেক কাটা হয়।