বিলাইছড়িতে এসএসসিতে পাসের হার ৬৪.৮৫ শতাংশ    

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২২ ০৫:০০:৩৪ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৭:৫০

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবারে  এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৬৪.৮৫ % বা শতাংশ   বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। 

 

তিনি আরো জানান, এবারে মোট পরীক্ষার্থী ছিল ২৭৭ জন, সেখান থেকে পরীক্ষায়   অংশগ্রহণ করে ২৭৬ জন,তারমধ্যে কৃতকার্য বা পাস  করেছে ১৭৯ জন। কৃতকার্যের মধ্যে  ছাত্র ৮৫ জন, ছাত্রী ৯৪ জন, অকৃতকার্য ৯৭ জন

 

মোট ছাত্র- ছাত্রীদের মধ্যে   বিজ্ঞান বিভাগে জন, মানবিকে ২২৩,ব্যবসা শিক্ষায় ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

 

অন্যদিকে একই কেন্দ্রে দূর্গম ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে অংশগ্রহণ করে ৫৫ জন শিক্ষার্থী তার মধ্যে পাস করেছে ৫২ জন। পাসের হার ৯৪.৫৫ %জিপিএ - পেয়েছে জন এবং  ফেল সবে মাত্র   জন

 

উল্লেখ্য,প্রতি বছর বেশ কয়েকশত ছাত্র - ছাত্রী পাস করে দূর্গম এইসব বিদ্যালয়গুলো হতে,কিন্তু পাস করার পর এই উপজেলায় কোনো কলেজ না থাকার কারণে  তাদের উচ্চ শিকার জন্য যেতে হয় কম পক্ষে কাছের উপজেলা কাপ্তাই নতুবা রাজস্থলী কিংবা রাঙামাটি এবং রাংগুনীয়া সহ দেশের  অন্যান্য কলেজ গুলোতে।এতে অনেক খরচ হয় তাদের। যার ফলে  গরীব মেধাবী ছাত্র - ছাত্রীরা তাদের পড়ালেখা চালিয়ে যেতে বড় অসুবিধায় পড়ে। 

 

তাই, উপজেলাবাসী, ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং সংশ্লিষ্টদের একটাই দাবি দ্রুত এই উপজেলায়  একটি কলেজ স্থাপন বা চালু সহ  ইউনিয়ন  পর্যায়ে ফারুয়া উচ্চ বিদ্যালয় দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  শিক্ষা মন্রণালয়ের মাধ্যমে মাননীয়  প্রধান মন্ত্রীর কাছে এই আবেদন