প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২২ ০৫:৪১:২৫
| আপডেটঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০২:৫৬:২০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে শনিবার (২৬ নভেম্বর) হতে ফের শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরীতে কাপ্তাই লেকে কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কার সহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন।
এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই লেক হতে ১শত ৫ জন শ্রমিক কচুরীপানা অপসারণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে পিআইও জানান।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই লেকে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘিœত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।