লংগদুতে চোলাই মদসহ আটক ১

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২২ ০২:৫৩:০০ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৭:১২:৪০

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের বৈরাগি বাজার থেকে চোলাই মদসহ কারবারিকে আটক করেছে লংগদু থানা পুলিশ

 

আটককৃত হলেন- উপজেলার বগাচতর ইউপির অধীনস্থ ৯নং ওয়ার্ড পেটান্যামাছড়া একালার  মোস্তফা (৫০)

 

সোমবার (২১ নভেম্বর) লংগদু থানা পুলিশের একটি টিম সিনিয়র পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোঃ আব্দুল আওয়াল চৌধুরী লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন এর দিকনির্দেশনায় এবং এস.আই এনামুল, এস.আই আব্দুল খালেক .এস.আই রিটন দে' নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বৈরাগি বাজার থেকে ১২ লিটার চোলাই মদসহ তাকে আটক করেন

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম বৈরাগি বাজারে মাদক কারবারি মোস্তফার নিজ দোকানে তল্লাশি চালিয়ে জনসম্মুখে ১২লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে

 

বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, লংগদু থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে ১২লিটার মদসহ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে