সাজেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২২ ০৭:১০:০৫ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০২:৪৪:০৩

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম হাজাছড়া এলাকায়  শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র এবং  বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরন করেছে ৫৪ বিজিবি  বাঘাইহাট ব্যাটালিয়ন


১৯ নভেম্বর শনিবার সকাল দশটায়  বাঘাইহাট ব্যাটালিয়নের  আওতাধীন হাজাছড়ায়  এসব সহায়তা প্রদান করেন ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান (পিএসসি), এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশরাফুল আলম সহ বিজিবির উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন


সহায়তা প্রদান শেষে ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এধরণের সহায়তা চলমান থাকবে