সভাপতি হাবীব আজম সম্পাদক তাজুল ইসলাম

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২২ ০৩:০৭:৪১ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:৩৬:০৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সকল কালো আইন বাতিল করে সকল সম্প্রদায়ের মাঝে সম অধিকার প্রতিষ্ঠার আহবান জানিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সম্মেলন শুক্রবার সকালে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান


 ছাত্রনেতা মামুনুর রশীদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা সহ সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,  মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আসমা মল্লিক, ছাত্র নেতা হাবীব আজম


আলোচনায় বক্তারা  বলেন, সন্তু লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে স্বাধীন জুম ল্যান্ড করার ষড়যন্ত্র চলছে অবৈধ অস্ত্রধারীরা পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে রেখেছে এসব ষড়যন্ত্র রুখতে পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি অবৈধ অস্ত্র  উদ্ধারে অভিযান চালানোর দাবি জানান নেতৃবৃন্দ


বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালীরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু পাহাড়ের বাঙালী ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই তাই জনসংখ্যা অনুপাতে  সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালী ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে


সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের অভিভাবক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাঙামাটি জেলা কমিটি নাম ঘোষনা করেন অধ্যক্ষ আবু তাহের জেলা সভাপতি মোহাম্মদ হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের নাম ঘোষনা করা হয়