বিশ্বকাপ ফুটবল উপলক্ষে লংগদুতে পতাকা-জার্সি বিক্রির ধুম

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২২ ০৫:৪৬:০৪ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৭:২৯

সাকিব আলম মামুন,লংগদু (রাঙামাটি)| জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে বহুল প্রত্যাশিত ২২তম কাতার বিশ্বকাপ ফুটবলের। আসরের দিন যতই ঘনিয়ে আসছে দেশের অন্যাঞ্চলের মতো রাঙামাটির লংগদুতে বাড়ছে ফুটবল প্রেমীদের উত্তেজনা। বিশ্বের সঙ্গে রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে খেলা দেখার জন্য মুখ তাকিয়ে আছেন লংগদু উপজেলার সমর্থকরা

 

বিশ্বকাপ ফুটবল আসলেই এক ধরনের ফুটবল উন্মাদনা সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন বাজারে পাওয়া যায় ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের। বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রির হিড়িক। বিভিন্ন বয়সী মানুষ আসছেন জার্সি কিনতে। স্কুল-কলেজের শিক্ষার্থী যুবকরা বেশি কিনছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল জার্মানির জার্সি। প্রতিটি জার্সি কাপড় ভেদে ৩০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে

 

চার বছর পর পর বিশ্বকাপ শুরু হলেও মানুষের মন থেকে ফুটবলের আনন্দ কমে না। এদিকে ফুটবল প্রেমীরা শুরু করেছেন দিনগোনা। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম। এরই মধ্যে উপজেলার মাইনী লংগদুতে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। নিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের প্রস্তুতিও। তারই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর প্রিয় দলের পতাকা জার্সি সংগ্রহ করছেন অনেকে

 

লংগদুর অনেক স্থানে খোলা পতাকা বিক্রি করছেন বিক্রেতারা। বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি হয় বেশি। ছাড়াও গত কয়েক বছর জার্মানি, স্পেন, পর্তুগাল ফ্রান্সের সমর্থক বেড়েছে। তাই এসব দেশের পতাকাও কমবেশি বিক্রি হচ্ছে

 

ভ্রাম্যমান এক পতাকা বিক্রেতা স্বপন জানান, বিশ্বকাপ শুরুর আগে ফেরি করে পতাকা বিক্রি করি। সপ্তাহিক হাটের দিনে বিভিন্ন বাজারে খোলা পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে পতাকা বিক্রিও তত বাড়ছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। আকার ভেদে প্রতিটি পতাকা ৫০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতাকা বিক্রি করি। তবে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবছরের পতাকা বিক্রি কিছুটা কম। তবে আশা করছি কয়েক দিনের মধ্যেই বিক্রি অনেক বেড়ে যাবে। সমর্থকদের মধ্যে যারা দেশপ্রেমিক তারা পছন্দের দেশের পতাকার পাশাপাশি নিজ দেশের পতাকাও কিনছেন

 

কাপড় ব্যবসায়ী শফিক জানান, অন্যান্য কাপড়ের পাশাপাশি জার্সির চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। অন্যবারের তুলনায় দাম কিছুটা চওড়া। তবে প্রিয় দলের সমর্থকরা জার্সি কিনছেন-ই। আশা করছি শেষ কয়েকদিনে আরো বেশি জার্সি বিক্রি হবে

 

বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা জার্সি কিনতে আসা রফিক বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে। তাই প্রিয় দল ব্রাজিলের সমর্থক হয়ে ৩০০ টাকা দিয়ে একটি পতাকা এবং ৫০০ টাকা দিয়ে জার্সি কিনে নিলাম

 

এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জার্সি বিক্রি হচ্ছে। বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে উড়ানোর জন্য সমর্থিত দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। ধারণা করা হচ্ছে আগামী দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা