সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-র সাবেক ভাইস চ্যান্সেলর প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অনন্য মেধাবী একজন বরেণ্য শিক্ষা ব্যক্তিত্ব। শিক্ষার্থী জীবন থেকে শিক্ষকতার জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে তিনি নিজেকে সাধারণ্য জীবন থেকে নিজেকে অসাধারণের পথে অগ্রগামী করেছেন। অসামান্য মেধাবী এই মানুষটি জীবন ও কর্মের পরতে পরতে মাটি ও মানুষের সাথে নিজেকে প্রোথিত করেছেন।
শনিবার শেষ বিকেলে খাগড়াছড়িতে
প্রদানেন্দু বিকাশ চাকমা'র
স্মরণে আয়োজিত নাগরিক স্মরণ
সভায় বিশিষ্ঠ নাগরিকবৃন্দ তাঁদের বক্তব্যে এসব
কথা বলেন।
প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা নাগরিক শোকসভা আয়োজক কমিটি'র আহ্বায়ক ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাবিপ্রবি'র ভিসি প্রফেসর ড. সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
ভিসি সেলিনা আক্তার তাঁর
বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ২০১৩ সালে
পাহাড়ে উচ্চ শিক্ষা প্রসারের
লক্ষে রাবিপ্রবি প্রতিষ্ঠার সংকল্প করেন।
আর সেই স্বপ্ন বাস্তবায়নে
প্রফেসর ড. প্রদানেন্দু স্যারকেই
বেছে নেন। তিনি
এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জীবন ঝুঁকি নিয়েছেন। নিজের জীবনের
মায়া ত্যাগ করে তিনি
পাহাড়ের মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিতের
জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।
ভিসি সেলিনা আক্তার প্রয়াত
প্রদানেন্দু বিকাশ চাকমাকে পাহাড়ের
একজন সেরা শিক্ষাযোদ্ধা ও
শিক্ষাবীর নামে অভিহিত করেন।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক
ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক শোক সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
খাগড়াছড়ির সাবেক সাংসদ যতীন্দ্র
লাল ত্রিপুরা, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ
চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
প্রো- ভাইস চ্যান্সেলর ড.
কাঞ্চন চাকমা, সাবেক যু্গ্ম-সচিব উক্যজেন, থাগড়াছড়ি
সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ
প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, কক্সবাজার ঈদগা কলেজের সাবেক
অধ্যক্ষ মো. ওমর ফারুক,
পাহাড়ের প্রবীণ সাংবাদিক সুনীল
কান্তি দে, উন্নয়ন বিশেষজ্ঞ
কীর্তি নিশান চাকমা,খাগড়াছড়ি
সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক
প্রকল্প কর্মকর্তা মো জানে আলম'র স্বাগত বক্তব্য
দিয়ে সূচিত সভায় প্রয়াত
প্রদানেন্দু বিকাশ চাকমা'র
স্মৃতিচারণ করে পত্র প্রেরণ
করেন, সাবেক সচিব নব
বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
এছাড়া তাঁকে স্মরণে আয়োজক
কমিটির পক্ষ থেকে প্রয়াতের
বড়োভাই অঙ্গ নারায়ণ চাকমা'র হাতে স্মারকপত্র
তুলে দেয়া হয়।
কবিতা পাঠ করে শোনান,
কবি অলিন্দ্র লাল ত্রিপুরা।
মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রয়াতের জীবন ও কর্ম
নিয়ে ভিডিও উপস্থাপনা করেন,
কবি ও গবেষক মথুরা
বিকাশ ত্রিপুরা।
সংস্কৃতিকর্মী ও শিক্ষক প্রতিভা
ত্রিপুরা এবং সরকারি কর্মকর্তা
দীপক দেওয়ানের যৌথ উপস্থাপনায় সম্পন্ন
সভায় শোকসভার শুরুতে এক মিনিট
নীরবতা পালন এবং শোক
সংগীত পরিবেশনা করা হয়।