লংগদুতে গ্রেফতার ইসলামি ছাত্রী সংস্থার ৭ কর্মীর জামিন

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০১৮ ১১:০৬:০৯ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০২:৩৮:১০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার লংগদুতে আটক বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থার ৭ সংগঠক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার তাদের পক্ষে জামিন আবেদন করলে বিকালে তা মঞ্জুর করেছেন রাঙামাটি জেলা জজ আদালতের যুগ্ম জজ আজিজুল হক। একই সঙ্গে ২২ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য্য করেন আদালত। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও লংগদু থানার সহকারী পুলিশ পরিদর্শক মহিউল ইসলাম জানান, ২৬ মার্চ সকালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় লংগদুর মুসলিম ব্লক এলাকার জনৈক ওসমান গণি মাস্টাারের বাসা থেকে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থার ৭ সংগঠককে আটক করে পুলিশ। পরে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে চালান দেয়া হয়। পরে তাদের দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।

জামিন প্রাপ্তরা হলেন, মোছা. শাহনাজ আক্তার (২৭), মোছা. নাছিমা বেগম (৩০), মোছা. মাহমুদা বেগম (১৯), মোছা. মিসকাতুল জান্নাত (২১), মোছা. সাদিয়া আক্তার (২৫), মোছা. তাহমিনা ফাতিমা (২৪) ও মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।