লামায় বিয়ের ৫ মাস না পেরুতেই বিষপানে আত্মহত্যা গৃহবধূর

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২২ ০৯:৪৩:৩৫ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১০:০২:২৮

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পারিবারিক অশান্তি কলহের জের ধরে   বান্দরবানের লামায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ মর্জিনা বেগম (১৮লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক গ্রামের মোঃ নাঈম এর স্ত্রী। 

 

পরিবারের সূত্রে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত মাস আগে মর্জিনা মোঃ নাঈম এর বিয়ে হয়। কিছুদিন যাওয়ার পর থেকে তাদের  সংসারে বিবাদ ঝগড়া লেগেই ছিল। তারই সূত্র ধরে গত ১১ নভেম্বর (শুক্রবার) দুপুরে  বিষপান করে মর্জিনা বেগম।  এসময় প্রথমে  তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহাম্মদ জানা , লাশ এখনো কক্সবাজার।  নিহতের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।   

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান,বিষপানকৃত একজন গৃহবধুকে কক্সবাজার হাসপাতালে ভর্তির সংবাদ পেয়েছিলাম ,যদি সে মারা যায় এবং এই বিষয়ে যদি কেউ কোন অভিযোগ প্রদান করে তবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে