মনোজ বাহাদুর গুর্খার সহধর্মীনি লক্ষী মানজী আর নেই, বিভিন্ন মহলের শোক

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২২ ০৯:৪২:৩৯ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৮:৩৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। না ফেরার দেশে চলে গেলেন রাঙামাটি শহরের  জেল রোড কন্ট্রাটর  পাড়া নিবাসী রাঙামাটি সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার সহধর্মীনি লক্ষী মানজী গুর্খা


শনিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে রাঙামাটি সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছরমৃত্যুর সময় তিনি স্বামী, ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। কাল  রবিবার সকাল ১০টায় রাঙ্গামাটি আসামবস্তী মহাশ্মশানে তার দাহক্রীড়া সম্পাদন করা হবে

পবিবারের সুত্র থেকে জানা যায়, শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে ডাক্তারের কাছ থেকে প্রাথমিক পরামর্শ শেষে কিছুটা সুস্থ হয়ে উঠে এর পর সকাল ৫টার দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসা অবস্থায় তার মুত্যু হয়

মনোজ বাহাদুর গুর্খার সহধর্মীনি লক্সমী মানজী গুর্খার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে রাঙ্গামাটি বিভিন্ন এলাকায় মানুষ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গুর্খা সম্প্রদায়ের লোকজন তাকে শেষ বারের মতো দেখতে ভীড় করে তার বাসায়

এদিকে রাঙ্গামাটি সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার সহধর্মীনি লক্ষী মানজী গুর্খার মৃত্যু দৈনিক গিরিদর্পণ সম্পাদক কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি জেলা দায়রা জজ কোর্টের পিপি এডভোকেট রফিকুল ইসলাম বুলবুল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা বেগম, বিশিষ্ট কবি মৃত্তিকা চাকমা,  রাঙামাটি আদিবাসী গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রানী গুর্খা সাধারণ সম্পাদক বরুন নেওয়ারসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন