ভোকেশনাল ট্রেডে ১১ জনকে রেড ক্রিসেন্ট”র অর্থ সহায়তা বিতরণ

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৭:১৭:৪০ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪১:২৭

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (রাঙামাটি)।খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে চলমান ইকোসেক প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভোকেশনাল ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী ১১ জনকে চেক হস্তান্তর করা হয়েছে

 

সোমবার ( নভেম্বর) বেলা ১২টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়

 

এসময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার' সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিট সেক্রেটারি মো. শানে আলম। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সুইচিং থুই মারমা প্রমূখ

 

জানা যায়, খাগড়াছড়ি জেলাধীন বিভিন্ন উপজেলার ইকোসেক প্রকল্পে অন্তর্ভুক্ত বিভিন্ন কমিউনিটির বাছাইকৃত ১১ জন ভোকেশনাল প্রশিক্ষণার্থী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিনমাসের প্রশিক্ষণ সম্পন্ন করে। এদের মধ্যে জন গবাদি প্রাণী পালন প্রশিক্ষণার্থী জন সেলাই প্রশিক্ষণার্থী রয়েছে। প্রকল্পের আওতায় গবাদী প্রাণী পালন প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৪৫ হাজার টাকা হারে এবং সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৩৫ হাজার টাকা হারে অফেরতযোগ্য অনুদান প্রদান করা হয়

 

সুফলভোগী হিসেবে নির্বাচিত হয়ে দীঘিনালা উপজেলার পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দ নিতা চাকমা জানান, 'আমি সহ আমার পাড়ার জন প্রশিক্ষণ শেষ করেছি। আমাদের যাতায়াত ভাতাও দিয়েছে রেড ক্রিসেন্টে। আজকে প্রকল্প শুরু করার জন্য অনুদানও পেলাম। আশাকরি প্রকল্প বাস্তবায়ন করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে পারবো।'

 

মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি উত্তর পাড়ার বাসিন্দা শিরিন আক্তার জানান,'আমি আগে অল্পস্বল্প সেলাই কাজ করতে পারতাম। রেড ক্রিসেন্ট এর মাধ্যমে আমি তিনমাসের প্রশিক্ষণ নিয়েছি এবং ৩৫ হাজার টাকার অনুদান পেলাম। এই টাকা দিয়ে নতুন সেলাই মেশিন কাপড় কিনে ব্যবসা শুরু করতে পারবো।'

 

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি' সিডি বিভাগ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের বিভিন্ন ক্যাটাগরিতে সুফলভোগী নির্বাচন করে সহায়তা দেয়া হয়