লংগদুতে এইচএসসি পরীক্ষার্থী ৪০৪, অনুপস্থিত ৬

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২২ ০২:৫৬:৪৪ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৩:৪৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)সারাদেশের ন্যায় রাঙামাটির লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ২টি কলেজের বিজ্ঞান, ব্যবসায় মানবিক বিভাগের ৩৫১ জন এবং মাইনীমূখ ইসলামীয়া আলিম মাদ্রাসার মানবিক বিভাগের ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে কলেজের জন এবং মাদ্রাসার জন অনুপস্থিত রয়েছে। অন্যান্য পরীক্ষার কেন্দ্রের মতো লংগদু কেন্দ্রেও যথাসময়ে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

 

প্রতি বছরের ন্যায় এবছরেও এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত পরীক্ষা কেন্দ্রে সার্বিকভাবে নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে জোরদার করেছে দায়িত্বে নিয়োজিত লংগদু থানা পুলিশ উপজেলা প্রশাসন

 

এবছর লংগদু সরকারি মডেল কলেজের পরীক্ষার্থী সংখ্যা ২৭৮ জন, গুলশাখালী বর্ডার গার্ড কলেজের ৭৩ জন এবং মাইনীমূখ আলিম মাদ্রাসার ৫৩ জন সহ সর্বমোট ৪০৪ জন পরীক্ষার্থী

 

কেন্দ্র কর্তৃপক্ষ থেকে জানা যায়, সরকারের নির্দেশনা মোতাবেক সবকিছু সম্পন্ন করা হয়েছে। তবে এই বছরে কোভিড-১৯ কিছুটা শিথিল হওয়ায় সরকারে নির্দেশনায় পরীক্ষা শুরু সমাপ্তের সময়টা কিছুটা সময় পরিবর্তন আনা হয়েছে। আশাবাদী এবছর এইচএসসি পরীক্ষা সুন্দর সুষ্ঠু ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে

 

পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা জানান, কেন্দ্রে বহিরাগত কোন লোক প্রবেশ করতে দেয়া হয় না। তাছাড়া কেন্দ্রটি উপজেলা প্রশাসন থানা পার্শ্ববর্তী থাকায় পরিবেশ সুষ্ঠু নিরাপদ। তারপরও কেন্দ্রে পুলিশ বাহিনী সার্বিকভাবে নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে জোরদার সচেতন রয়েছে

 

এদিকে অভিভাবকরা জানান, এবছরের এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তন করায় কিছুটা স্বস্তিতে আছি।এমনকি কেন্দ্রে পরীক্ষার্থীরা আসা-যাওয়া ব্যাপারে অনেকটা সময় হাতে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছে। পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিতব্য সম্পন্নের জন্য কর্তৃপক্ষের কাছে আশা ব্যক্ত করেন তারা