লংগদুরের কাট্টলী বিলে স্পীড বোট- বালুর বোটে সংঘর্ষে নিখোঁজ ২; আহত ৭

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২২ ০৪:১৭:১৬ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ১০:২৩:৫৯

সাকিব আলম মামুন, সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে বালু ভর্তি ইঞ্জিন চালিত বোট স্পীড বোটের সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোঁজের খবর পাওয়া গেছে

 

শুক্রবার ( নভেম্বরবিকাল ৩টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সিজক থেকে ছেড়ে আসা স্পীড বোট এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালু ভর্তি বোটের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাট্টলী এলাকার গাছটিলা নামক স্থানে উক্ত দুর্ঘটনায় স্পীড বোটের চালকসহ মোট নয়জন যাত্রী ছিল। তারমধ্যে সাতজন  আহত এবং নিখোঁজ দুইজন। নিখোঁজরা হলেন- বাঘাইছড়ি উপজেলার ক্যাংড়াছড়ি এলাকার মুক্তলাল চাকমার ছেলে লিটন চাকমা (২০), অন্যজন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০) জানা যায় দুজনই সিজক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

 

বালু ভর্তি বোট চালক নজরুল ইসলাম জানান, "আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পীড বোটটি আমার বোটের কাছাকাছি, কিছু করার আগেই নিমিষেই সংঘর্ষ সংঘটিত হয়।"

 

অন্যদিকে স্পীড বোট চালক হিমেল চাকমা বলেন, "হঠাৎ আমার চোখে কিছু (ময়লা) পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি, তাৎক্ষণিকভাবেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।"

 

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমীন জানান, "ঘটনাস্থলে আমরা আমাদের পুলিশ নিয়ে সাথে সাথেই উপস্থিত হয়েছি। আহতদের চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং রাঙাগামাটি থেকে ডুবরি দল আসছে নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যহত আছে।"

 

এদিকে নিখোঁজ এলিনা চাকমার পরিবার সংবাদ পেয়ে মর্মাহত এবং তারা ঘটনাস্থলে রওনা হচ্ছেন বলে জানিয়েছেন