জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০২২ ০৫:৩০:১৯ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৫:২২:৫৪

সিএইচটি টুডে ডট কম, রাঙমাটি।  ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক সহ সভাপতি চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ


সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল


বক্তারা আরো বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয় আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়