জেল হত্যা দিবসে লংগদুতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০২২ ০৪:৪৯:০৮ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৩:৫১
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষে রাঙামাটির লংগদুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি শহিদুর রহমান সাগর, আব্দুল আলী, হোসেন আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোঃ সেলিম জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন খান প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধা শুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

বক্তারা আরো বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।