প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২২ ০৪:৫০:১৬
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৫:২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান): পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার রোধে বান্দরবান সদরের বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
১লা নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যাগে পলিথিনের ব্যবহার রোধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ১০কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এছাড়া বাজারের আরো কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্টানে অভিযান পরিচালনা করা হয় এবং পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি করেন ভ্রাম্যমান আদালত পরিচালনা কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রবীর কুমার বিশ্বাস।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী,পরিদর্শক মো: আশফাকুর রহমানসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী জানান, ২০০৩ সাল থেকে পরিবেশ বিপর্যয় রোধে পলিথিনের ব্যাবহার ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে, অপচনশীল পলিথিন পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে,যার কারনে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে।
এসময় আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।