প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২২ ০৪:৪৮:১৪
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৭:১০:২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের পাশে ২০শতক জমি নিয়ে পর্যটকদের বিনোদনের জন্য নির্মিত হচ্ছে নয়নাভিরাম ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’ ।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিউপয়েন্টের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে জেলা প্রশাসক ভিউপয়েন্টের বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং পর্যটকদের সুযোগ সুবিধা ও বিশ্রামের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশশ্বাস,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেনসহ সরকারী বেসরকারী উর্ধতন কর্মকর্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার জানান,বান্দরবানে প্রতিদিনই অসংখ্য পর্যটক বেড়াতে আসে আর তাদের অনেকেই চট্টগ্রামের চকরিয়া হয়ে লামা,আলীকদম ভ্রমনে যায়। পর্যটকদের সড়কের পাশে বিশ্রাম ও সাময়িক আনন্দের জন্য লামা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০ শতক জমি নিয়ে প্রাথমিকভাবে ৪লক্ষ টাকা ব্যয়ে এই ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’ এর কাজ শুরু হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার আরো জানান, ভিউপয়েন্ট ‘কিছুক্ষণ’ এ পর্যটকদের বসার জন্য একটি আকর্ষণীয় গোল ঘর, কয়েকটি দোলনা স্থাপন করা হচ্ছে এছাড়া পরিকল্পনা করে আগামীতে আরো অবকাঠামো নির্মাণ হবে যাতে পর্যটকরা এই ভিউপয়েন্ট এ প্রবেশ করে যেন সড়ক পথের সকল ক্লান্তি ভুলে যায়।