সিএইচটি টুডে ডট কম, খাগড়াছিড়ি। খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে শিশু ওয়ার্ডের স্ক্যানো ইউনিটে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস আসার আগে হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। শর্টসার্কিটের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে হাসপাতালের সকল ওয়ার্ড। বন্ধ রয়েছে বিদ্যুৎয়ের উপর নির্ভরশীল সেবা।
স্ক্যানো ইউনিটের দায়িত্বরত নার্স নিশি চাকমা জানান, মাল্টিপ্ল্যাগে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় ধোঁয়া হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষনিক ফায়ার স্প্রে ছিটিয়ে আগুন নেভানো হয়।
খাগড়াছড়ি সদরের বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে প্রায় সময় এ রকম শর্টসার্কিটের ঘটনা ঘটছে। যথাযথ কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক।