মিথ্যা মামলার দায়ে বাদী কারাগারে

প্রকাশঃ ০১ নভেম্বর, ২০২২ ০৮:২৮:১৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৭:৫৬:১৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে বাদীকে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। ভিকটিমদের ক্ষতিপূরণ অনাদায়ে শাস্তির রায় দিয়েছেন খাগড়াছড়ির সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী। সোমবার বিকেল টায় রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত কহিনুর বেগমকে কারাগারে প্রেরণ করা হয়। খাগড়াছড়ির কোর্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

মামলার নথিতে জানা যায়, ২০২০ সালের ১৪ আগস্ট জেলার দীঘিনালার বেতছড়ি এলাকার শামছুল হকের স্ত্রী কহিনুর বেগম প্রতিবেশী জনের বিরুদ্ধে ঘরে ঢুকে মারধর, সম্পত্তি ক্ষতি হুমকি দেয়ার অভিযোগে আদালতে মামলা করেন। বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।

 

বাদীর পক্ষে জন অভিযুক্তদের পক্ষে জন আদালতে সাক্ষী দেন। তদন্ত সাক্ষ্যের ভিত্তিতে মামলায় অভিযুক্ত মো. রেজাউল মাষ্টার, আনারুল ইসলাম, নুর মোহাম্মদ,  হরমুজ আলী,  মোহাম্মদ আলম, আমিন আলী ইব্রাহিমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেনি।

 

এতে আদালত মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে বাদী কহিনুর বেগমকে দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রত্যেক ভিকটিমকে হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেন। ক্ষতিপূরণের অর্থ অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। 

রায় ঘোষণার সময় বাদী বিবাদীগণ আদালতে উপস্থিত ছিলেন। 

 

রায়ে সন্তোষ জানিয়ে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জামাল হোসেন সিদ্দিকী বলেন, রায় যুগান্তকারী নজির হিসেবে থাকবে। 

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন মজুমদার সুষ্ঠু বিচার না পাওয়ায় পরবর্তী আইনী পদক্ষেপে যাওয়ার কথা বলেন