সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে পৌরসভা কনফারেন্স রুমে পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, পূলক দে, রবি মোহন চাকমা, নির্মলা দেওয়ান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মঈনুল হোসেন, সেনেটারী ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল প্রমূখ।
সভায় মেয়র বলেন, নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যটন শহর রাঙামাটিকে পরিচ্ছন্ন রাখতে সকলকে একসাথে আন্তরিকভাবে কাজ করতে হবে। আলোচনা সভার আগে শহরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
তবে তবে মেয়র সাথে অলিখিত দ্বন্দ্বে বেশীর ভাগ কাউন্সিলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।