আলীকদমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২২ ০৪:১৫:১৮ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৭:১৮

সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান)"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানের আলীকদমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে


দিবসটি উপলক্ষে র‌্যালী,আলোচনা সভার আয়োজন করে আলীকদম থানা শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে আলীকদম থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা সভাকক্ষে এক আলোচনা সভা মিলিত হয়

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকারের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন আলীকদম থানার ওসি তদন্ত, মোজাফফর হোসেন,আলীকদম থানা পুলিশের উর্ধতন কর্মকর্তা কমিউনিটি পুলিশের বিশিষ্ট ব্যক্তিরা

 

আলীকদম উপজেলা কমিউনিটিং পুলিশিং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এর সভাপত্বিতে আলীকদম থানার (ওসি তদন্ত) মোজাফ্ফর হোসেন এর সঞ্চালনায় কমিউনিটিং পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মেহেরুবা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্যও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মহাজন,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সমরঞ্জন বড়ুয়া,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন,৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ,সুশীল সমাজের প্রতিনিধি সাধারণ জনতা সভায় উপস্থিত ছিলেন

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার তার বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশএই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক,নারী শিশু নির্যাতন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে

 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা,শ্রদ্ধাবোধ সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক,নারী শিশু নির্যাতন,পারিবারিক সহিংসতা,ইভটিজিং বাল্য বিবাহ ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়