সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি থানা কতৃপক্ষের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার) দিবসটি উপলক্ষে মহালছড়ি থানা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।। র্যালীটি মহালছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি থানা প্রাঙ্গনে ফিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্তে আলোচনা করা হয়।
উল্লেখ্য পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।