প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২২ ০৮:৫২:০০
| আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৬:৪০
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২২ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। সে প্রেক্ষিতে ৩৬ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙামাটি সদর দপ্তরে বৃক্ষরোপন কর্মসূচি (২য়ধাপ) অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আজ বুধবার ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় একশত গাছের চারা ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন জায়গায় রোপন করা হয়।
বৃক্ষরোপন অভিযান-২০২২ পালনকালে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।