প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২২ ০৪:২৩:১৬
| আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৫:২৯:৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ৩ গরু ব্যবসায়ীকে হত্যা মামলায় ১০জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত ।
সোমবার ( ২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের দায়রা জজ মো.ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন।
মামলার বিরণীতে জানা যায়, ২০১৬ সালের ১৫এপিল যোহন ত্রিপুরা নামে এক ব্যাক্তি তার কাছে বেশ কয়েকটি ভালো গরু আছে বলে ব্যবসায়ী আবু নাঈমকে ফোন করে আলীকদম থেকে ৯টি গরু নিয়ে আসার আহবান জানায়।
পরে গরু ক্রয় করার জন্য ৩লক্ষ টাকা নিয়ে থানচি থেকে আলীকদমের ২৮ কিলোমিটার নামক স্থানে ছুটে যায় ব্যাবসায়ী আবু বক্কর এবং তার দুই সহযোগী নুরুল আফসার ও সাহাবুদ্দিন। ঘটনাস্থলে গিয়ে ব্যাবসায়ী আবু বক্কর তার ছোট ভাইকে ফোন করে তাদের গরু পছন্দ হয়েছে বলে আরো ৫০হাজার টাকা গরুর মালিককে বিকাশ নং এ দ্রæত পাঠাতো বলে এবং এক ঘন্টা পরে সকলের মোবাইল নং বন্ধ হয়ে যায়।
এদিকে দীর্ঘক্ষণ চেষ্টা করে ভাইসহ কারো কোন হদিস না পাওয়ায় ১৬এপিল দুপুরে আবু নাঈম থানচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরপরই রাতে থানচি থানার পুলিশ ও বিজিবি’র সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে আসামী যোহন ত্রিপুরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সেসহ ১০জন মিলে ব্যবসায়ী আবু বক্কর এবং তার দুই সহযোগী নুরুল আফসার ও সাহাবুদ্দিনকে অপহরণ করে তাদের টাকা,মোবাইল এবং মোটর সাইকেল নিয়ে তাদের অপহরণের কথা স্বীকার করে। এসময় পুলিশ যোহন ত্রিপুরাকে গ্রেফতার করে।
পরে আসামী যোহন ত্রিপুরা আদালতের কাছে জামিন নিয়ে পলাতক হয়ে যায়।
এদিকে দীর্ঘ যাচাই বাচাই শেষে এবং স্বাক্ষীদের সাক্ষ্যর ভিত্তিতে ৩ব্যবসায়ীকে হত্যা মামলায় পলাতক ১০ আসামীর প্রত্যোককে ফাঁসির আদেশ দেয় আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবি এডভোকেট মো.ইকবাল এই রায়ে সন্তুুষ্টি প্রকাশ করেন এবং দ্রæত আসামীদের গ্রেফতার করে ফাঁসির আদেশ কার্যকর করার আহবান জানান।