প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২২ ০৮:০৩:১৩
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৮:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামীলীগের হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা বিএনপি সমাবেশ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিএনপি নেতা এডভোকেট সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহম্মদ ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এই সরকারের পতন সময়ের ব্যাপার, যত হামলা মামলা গ্রেফতার করা হোক না কেন. যতই বাঁধা আসুক বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। আগামী বছর হবে আন্দোলনের বছর, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। সরকার বিএনপিকে দমানোর যত চেষ্টা করে, বিএনপি ততই শক্তিশালী হচ্ছে। বিএনপি জনগনকে সাথে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবে।
লুটেরা সরকার বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে বক্তারা অভিযোগ করেন।