দাঁতভাঙ্গা পাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২২ ০৮:০০:৩৯ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৩৫:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদরের দাঁতভাঙ্গা পাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার দাঁতভাঙ্গা পাড়ায় এই বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং ওয়ার্ডের সদস্য অজিত তঞ্চঙ্গ্যাসহ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যসহ পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।